Custom Search

Thursday, March 20, 2014

দীপিকা চমক

বর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন গত বছরের সবচেয়ে সফল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোন। এর মধ্যে চলতি বছর তার তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির বাইরেও বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবেও সম্প্রতি ব্যস্ততা বেড়েছে তার। বিজ্ঞাপনের মডেল হিসেবে বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী নিচ্ছেন তিনি।
সর্বশেষ বিজ্ঞাপনে ৬ কোটি রুপি নিয়ে এদিক দিয়ে রেকর্ড গড়েছেন দীপিকা। বর্তমানে বহু প্রতীক্ষিত ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শুটিং করছেন এ অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন ফারাহ খান। এতে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে কাজ করছেন তিনি। এটি মূলত শাহরুখ ও গৌরি খানের রেড চিলি এন্টারটেইনমেন্টের ছবি। নানা চমকে ভরপুর করার জন্য সব ধরনের প্রয়াসই চালাচ্ছেন ফারাহ। ছবিতে শাহরুখ, দীপিকা ছাড়াও রয়েছেন জ্যাকিশ্রফ,  বোমান ইরানি, অভিষেক বচ্চন, সনু সুদ প্রমুখ। একটি অতিথি চরিত্রে কাজ করবেন মালাইকা আরোরা খান। অন্য একটি গানে পারফর্ম করবেন পরিচালক-অভিনেতা-কোরিওগ্রাফার প্রভুদেবা। শুধু তাই নয়, এখানে থাকছে দীপিকা চমকও। বেশ ভিন্নধর্মী এবং আবেদনময়ী রূপে এখানে দেখা যাবে এই অভিনেত্রীকে। এখন পর্যন্ত অনেক ছবিতেই খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছেন তিনি। কিন্তু এই ছবিতে সর্বোচ্চ খোলামেলারূপে দর্শকদের সামনে হাজির হবেন । বিকিনি, সুইমস্যুটসহ একাধিক খোলামেলা পোশাকে দেখা যাবে দীপিকাকে। পোশাকগুলোর ডিজাইনেও অনেক ভিন্নতা আনা হয়েছে ।

No comments: